ভিজিডি কর্মসূচী ২০১৫-১৬ চক্রের আওতায় ১নং আলীকদম ইউনিয়নে সর্বমোট ১৫০৭ জন উপকারভোগী বরাদ্দ পাওয়া যায়। উক্ত বরাদ্দের অনুকূলে ওয়ার্ড ভিজিডি উপকারভোগী বাছাই কমিটি প্রাথমিকভাবে স্ব-স্ব ওয়ার্ডের উপকারভোগীর তালিকা ইউনিয়ন ভিজিডি উপকারভোগী বাছাই কমিটি বরাবর দাখিল করেন। ইউনিয়ন কমিটি যাচাই বাছাইপূর্বক সকল ওয়ার্ড সমন্বয় করে সর্বমোট ১৫০৭ জন উপকারভোগীর খসড়া তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে; উপজেলা কমিটি অনেক যাচাই বাছাই এর মাধ্যমে অত্র ইউনিয়নের ১৫০৭ জন উপকারভোগীর চুড়ান্ত তালিকা অনুমোদন করেন।
অদ্য ২৫ এপ্রিল ২০১৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্ত্বে উপকারভোগীর মাঝে বিনামূল্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। উক্ত কার্ড বিতরণে অন্যান্যদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানীত সদস্য বাবু থোয়াইচাহ্লা মার্মা, উপজেলা আওয়ামীলীগ এর আহব্বায়ক জনাব মোজাম্মেল হক, ইউপি সদস্য জনাব মোঃ আলী আকবর, জনাব ছাবের আহাম্মদ, বাবু ফোগ্য মার্মা ও ইউপি সচিব বাবু মানিক বড়ুয়া প্রমূখ।
উল্লেখ্য যে, উক্ত কার্ডধারীগণকে প্রতিমাসে প্রতিজনকে ৩০কেজি হারে আতপ চাল বিনামূলে বিতরণ করা হবে।