Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১নং আলীকদম ইউনিয়নের হাট-বাজার:

১নং আলীকদম ইউনিয়নের হাট-বাজার: অত্র ইউনিয়নে হাট-বাজারের সংখ্যা ৫টি। তবে বান্দরবান জেলা বাজার ফান্ড প্রশাসনের তালিকাভূক্ত বাজারের সংখ্যা ১টি। এ টি হলো- 1| আলীকদম বাজার, প্রস্তাবনা (Suggest): এ বাজারটির পারিপার্শ্বিক অবস্থার উন্নতি বিধান প্রয়োজন। বাজারের গলিসমুহের ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে ক্রেতাসাধারণকে বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয়। সুতরাং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা সংস্কার ও গলিপথ অবৈধ দখলমুক্ত করা অপরিহার্য্য। নিয়ম মাফিক ইজারাদার নিয়োগ করে কাঁচামাল বিক্রেতাদের সুযোগ সুবিধার পরিধি বাড়ানো দরকার। বাজার ফান্ড প্রশাসনের আওতামুক্ত- 1| পান বাজার, 2| পোয়ামুহুরী বাজার, 3| কুরুকপাতা বাজার 4| দোছরী বাজার, বাজার ফান্ডের আওতামুক্ত উক্ত বাজার সমুহে আমদানী রপ্তানী উলে¬খযোগ্য পরিমাণে রয়েছে। এ গুলিকে বাজার ফান্ড প্রশাসনের আওতায় আনা হলে প্রতিবছর সরকার বহু রাজস্ব আয় করতে পারবে। সে সাথে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সেবার মানও বৃদ্ধি পাবে। প্রশাসনের আওতামুক্ত থাকায় বাজার সমুহে নানা সমস্যা বিরাজমান।

তথ্য সূত্রঃ স্থানীয় সাংবাদিক জনাব মমতাজ উদ্দিন আহমদ লিখিত ও আলীকদম প্রেসক্লাব সম্পাদিত- প্রেক্ষণ: পার্বত্য চট্টগ্রাম গিরিনন্দিনী আলীকদম হইতে উদৃত।